Folk

তুমি আমার মন-গগনে

তুমি আমার মন-গগনে কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: আকাশ গায়েন সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী তুমি আমার মন-গগনে চান্দেরই আলো, চান্দেরই আলো আঁধার রাইতে বাধার পথে ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো ।। ভাবনার পেখম মেইলা কর্মে আইসা ভাসো বুক জুইড়া উইড়া উইড়া মর্মে আইসা বসো। নয়নেতে গা ভাসাইয়া বন্দরেতে […শুনুন]

Folk

ইছামতি নদী

ইছামতি নদী কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: আকাশ গায়েন সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী তোমার হাতে দিলাম ইছামতি নদী ইচ্ছে হলে সাঁতার দিও আমায় না হয় গেলেই ভুলে জন্মান্তরের মতো। ইচ্ছে হলে সাঁতার দিও। গলায় দিলাম তারার মালা আলোক-সভার রাত অধরে রইলো ভোর জাগানো সোহাগের ধারাপাত। ইচ্ছে হলে পরে নিও […শুনুন]

Folk

এত ভালোবাসি বন্ধু

এত ভালোবাসি বন্ধু কথা ও সুর: শাহীনুর ইসলাম শিল্পী: নাসরীন শশী এত ভালোবাসি বন্ধু তেবু দিলি ফাঁকি জানি না তোর মনের মইদ্দে ছিল কোন পাখি জানি না তোর মনের মইদ্দে ছিল কোন পাখি।। আ…..আ আ…আ চান্দেরও কলঙ্ক থাকে মাইনষে তেবু জোইছন্যা দেখে। কলঙ্ক তার রাইখলে মনে জোইছন্যা পাইতো কি।। জানি […শুনুন]