আর কিছুক্ষণ থেকে যাও | নাসরীন শশী

আধুনিক গান

আর কিছুক্ষণ থেকে যাও নাসরীন শশী

আর কিছুক্ষণ থেকে যাও

কণ্ঠ: নাসরীন শশী

কথা ও সুর: শাহীনুর ইসলাম

সঙ্গীত: রূপন চৌধুরী


আর কিছুক্ষণ থেকে যাও আরও কিছু কথা বলি।

এ গোধূলি বেলায় ধীরে ধীরে পথ চলি॥

 

তুমি যাবে তোমার পথে আমি আমার পথে,

হয়তো মিলন হবে না আর  কোনো মোহনাতে।

সন্ধ্যারাগের ক্যানভাসে, মেঘেদের যে রঙ হাসে

হোক না তা স্মৃতির ধূলি

আরও কিছু কথা বলি॥

 

চলে যাবে তবু মনে রেখো এই লগন,

কোনো অবসরে একা করো রোমন্থন।

বিস্মৃতির আড়ালে কেউ এসে দাঁড়ালে

যেন কখনো না ভুলি

আরও কিছু কথা বলি॥


English

” Stay a few moments more

so that we share some more words.

Let us walk slowly on this twilight path,

You on your way and I on mine,

Maybe we won’t meet again, in any charm divine.

The colors of the clouds in the evening sky,

May not remain as memories pass by,

Yet I have more to say before we bid goodbye.

Keep this flame in your heart, wherever you go,

In your leisure, cherish it and let it grow,

In the maze of forgotten memories, if someone shows,

You won’t forget, as I have more to disclose.”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*