হে বিজন পথের পথিক

আধুনিক

হে বিজন পথের পথিক


কথা ও সুর: শাহীনুর ইসলাম

কণ্ঠ: সঙ্গীতা সাহা

সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী


উৎসর্গ: সৈয়দ সোহেল রানা





হে বিজন পথের পথিক তুমি বলেছিলে ঠিক—

পথে আবার দেখা হলে ভুলে যাবে দিক।।

(ও-ও) সময়ের জমিন জুড়ে অসময়ে যে গোলাপ ফোটে

তার সুবাস কাঁটা হয়ে বেঁধে পথে-ঘাটে।

এলোমেলো হাওয়ায় তাই ছুটবে দিগ্বিদিক।।

(ও-ও) চোখে খুঁজে পাবে আবার হারানো সেই নদী

ডুবে যাবে অতলে তার বারেক তাকাও যদি।

অজান্তেই মনের কোণে পাবে জলের চিক।।


*হে বিজন পথের পথিক*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*