Tomaro Ashime | তোমার অসীমে | Rabindrasangeet | Bithi Pandey

রবীন্দ্র সঙ্গীত

tomaro ashime তোমার অসীমে রবীন্দ্রনাথ ঠাকুর Tagore song

Tomaro Ashime | তোমার অসীমে | Rabindrasangeet | Bithi Pandey





কথা ও সুর: রবীন্দ্রনাথ ঠাকুর

কণ্ঠ: বীথি পান্ডে

কম্পোজিশন: রূপন চৌধুরী


তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই–

কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥

মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,

তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥

হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে–

নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।

অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার

জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥


রাগ-বেহাগ

তাল-ত্রিতাল

রচনা কাল/বঙ্গাব্দ-(১৩০৭)

রচনা কাল/খৃষ্টাব্দ -(১৯০১)

স্বরলিপিকার-কাঙ্গালীচরন সেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*