তুমি আমার মন-গগনে
কথা ও সুর: শাহীনুর ইসলাম
কণ্ঠ: আকাশ গায়েন
সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী
তুমি আমার মন-গগনে চান্দেরই আলো, চান্দেরই আলো
আঁধার রাইতে বাধার পথে ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো,
ঝিকমিকাইয়া জ্বলো ।।
ভাবনার পেখম মেইলা কর্মে আইসা ভাসো
বুক জুইড়া উইড়া উইড়া মর্মে আইসা বসো।
নয়নেতে গা ভাসাইয়া বন্দরেতে চলো, বন্দরেতে চলো,
বন্দরেতে চলো।।
তুমি আমার মন-গগনে চান্দেরই আলো, চান্দেরই আলো
আঁধার রাইতে বাধার পথে ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো,
ঝিকমিকাইয়া জ্বলো ।।
ফুলবনের হাওয়া হইয়া পাঁপড়িগুলি নাড়ো
মেঘের জলে শীতল কইরা ঘুমাইয়া পড়ো।
ঘুমের ঘোরে স্বপন হইয়া গড়গড়াইয়া চলো, গড়গড়াইয়া চলো,
গড়গড়াইয়া চলো।।
তুমি আমার মন-গগনে চান্দেরই আলো, চান্দেরই আলো
আঁধার রাইতে বাধার পথে ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো,
ঝিকমিকাইয়া জ্বলো ।।
Be the first to comment