Folk

তুমি আমার মন-গগনে

তুমি আমার মন-গগনে কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: আকাশ গায়েন সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী তুমি আমার মন-গগনে চান্দেরই আলো, চান্দেরই আলো আঁধার রাইতে বাধার পথে ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো, ঝিকমিকাইয়া জ্বলো ।। ভাবনার পেখম মেইলা কর্মে আইসা ভাসো বুক জুইড়া উইড়া উইড়া মর্মে আইসা বসো। নয়নেতে গা ভাসাইয়া বন্দরেতে […শুনুন]

Modern

পরাণ জাগিয়া মাতে

পরাণ জাগিয়া মাতে কথা  ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: লিঙ্কন হাসান সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী পরাণ জাগিয়া মাতে বহুদিন পরে (২) নাচিয়া নাচিয়া শিহরিয়া (২) বুকের জলসা ঘরে।। পরাণ জাগিয়া মাতে বহুদিনের পরে। আনন্দ-তুফান ডেকে আনে বান ভুবন হাসিয়া গেয়ে ওঠে গান। (২) বাতাস রাঙিয়া বহে মন রাঙানোর তরে।। নাচিয়া […শুনুন]

Folk

ইছামতি নদী

ইছামতি নদী কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: আকাশ গায়েন সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী তোমার হাতে দিলাম ইছামতি নদী ইচ্ছে হলে সাঁতার দিও আমায় না হয় গেলেই ভুলে জন্মান্তরের মতো। ইচ্ছে হলে সাঁতার দিও। গলায় দিলাম তারার মালা আলোক-সভার রাত অধরে রইলো ভোর জাগানো সোহাগের ধারাপাত। ইচ্ছে হলে পরে নিও […শুনুন]

Folk

এত ভালোবাসি বন্ধু

এত ভালোবাসি বন্ধু কথা ও সুর: শাহীনুর ইসলাম শিল্পী: নাসরীন শশী এত ভালোবাসি বন্ধু তেবু দিলি ফাঁকি জানি না তোর মনের মইদ্দে ছিল কোন পাখি জানি না তোর মনের মইদ্দে ছিল কোন পাখি।। আ…..আ আ…আ চান্দেরও কলঙ্ক থাকে মাইনষে তেবু জোইছন্যা দেখে। কলঙ্ক তার রাইখলে মনে জোইছন্যা পাইতো কি।। জানি […শুনুন]

Modern

একটা জানালার গল্প

একটা জানালার গল্প কথা: মহসীন বখত সুর: শাহীনুর ইসলাম শিল্পী: নাসরীন শশী একটা জানালার গল্প বলি শোনো একটা জীবনের গল্প বলি শোনো আমার জানালাটা বেদনার নদী দখিনের জানালা।। ওখানে আকাশ চিত্রকল্প বউ কথা কও পাখির ডাকে বিবাগী মেঘে মেঘে জোছনা রোদ্দুরে।। জানালায় এক জলরঙ ছবি করতল তার বেদনার মমি শুকসারি […শুনুন]