Modern

মনে পড়ে

মনে পড়ে কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: মৃন্ময়ী মৃত্তিকা সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী মনে পড়ে তোমার সাথে নিশীথ রাতে চাঁদের বাড়ি পাড়ি জমানো, অসম্ভবের গাছটি বেয়ে এক হাতে ডালটি নুয়ে মিষ্ট স্বাদের স্বপন নামানো। মনে পড়ে।। নিচে তোমার চুপটি করে দু’চোখে বিস্ময় ভরে নিষেধের হাতটি তুলে বার বার আমায় […শুনুন]

Modern

ঝরা পাতা

ঝরা পাতা কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: পার্থ প্রতিম রায় সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী ঝরা পাতা! আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা তোমার শুকনো অশ্রুতে লুকানো আমার গোপন বেদনা।। ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা! তোমার মর্মরেতে নিখিলের সুর ধ্বনিত যেন এক সমুদ্দুর। তোমার মর্মরেতে নিখিলের সুর ঝরা পাতা! […শুনুন]

Modern

ঝরা পাতা

ঝরা পাতা কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: আকাশ গায়েন সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী ঝরা পাতা! আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা তোমার শুকনো অশ্রুতে লুকানো আমার গোপন বেদনা।। ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা! তোমার মর্মরেতে নিখিলের সুর ধ্বনিত যেন এক সমুদ্দুর। তোমার মর্মরেতে নিখিলের সুর ঝরা পাতা! ও-ও-ও […শুনুন]

Modern

তুমি হৃদয় বোঝো না

তুমি হৃদয় বোঝো না কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: রাসেল ফেরদৌস নূর সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী তুমি হৃদয় বোঝো না আমার মন বোঝো না তোমার জন্য কাঁদে আকাশ, কাঁদে বাতাস, ঝরে জোছনা।। তুমি এলে জোয়ার জাগে মেঘের মতো মন লাগে হৃদয় যেন খুঁজে পায় সাধের মোহনা।। তোমার আশায় আমার […শুনুন]

Modern

হে বিজন পথের পথিক

হে বিজন পথের পথিক কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: সঙ্গীতা সাহা সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী উৎসর্গ: সৈয়দ সোহেল রানা হে বিজন পথের পথিক তুমি বলেছিলে ঠিক— পথে আবার দেখা হলে ভুলে যাবে দিক।। (ও-ও) সময়ের জমিন জুড়ে অসময়ে যে গোলাপ ফোটে তার সুবাস কাঁটা হয়ে বেঁধে পথে-ঘাটে। এলোমেলো হাওয়ায় […শুনুন]

Music Video

নিজের ভুল শুধরে মেঘ

নিজের ভুল শুধরে মেঘ  কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: মানসী সাধু সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী নিজের ভুল শুধরে মেঘ ভাসে যখন আকাশে ধরায় তখন দারুণ খরা হাহাকার বাতাসে।। কতটুকু বৃষ্টি ঝরাবে বলো মেঘ তুমি ভেজাবে তৃষ্ণার কতটুকু মরুভূমি শ্রাবণ তোমার পাবে কোথায় এই বোশেখ মাসে।। অসময়ে জ্বলে যদি সময়ের […শুনুন]