Amar Sore Geche Din
Modern

আমার সরে গেছে দিন

আমার সরে গেছে দিন কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ ও সঙ্গীত: রূপন চৌধুরী আমার সরে গেছে দিন আলোকবর্ষ দূরে রেখে গেছে থুরথুরে নীলাভ স্মৃতি নৈঃশব্দের হৃদয়-সরোবরে।। সন্ধ্যার মতো দিয়ে হামাগুড়ি কথার পদ্ম হয়ে গেছে চুরি চেয়ে আছে তারার মতো পাতাগুলি সহস্র বছরের নিষ্ঠা ভরে।। অমানিশা খেয়ে গেছে জলের জোছনা […শুনুন]