আর কিছুক্ষণ থেকে যাও নাসরীন শশী
Modern

আর কিছুক্ষণ থেকে যাও | নাসরীন শশী

আর কিছুক্ষণ থেকে যাও কণ্ঠ: নাসরীন শশী কথা ও সুর: শাহীনুর ইসলাম সঙ্গীত: রূপন চৌধুরী আর কিছুক্ষণ থেকে যাও আরও কিছু কথা বলি। এ গোধূলি বেলায় ধীরে ধীরে পথ চলি॥   তুমি যাবে তোমার পথে আমি আমার পথে, হয়তো মিলন হবে না আর  কোনো মোহনাতে। সন্ধ্যারাগের ক্যানভাসে, মেঘেদের যে রঙ […শুনুন]

Amar Sore Geche Din
Modern

আমার সরে গেছে দিন

আমার সরে গেছে দিন কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ ও সঙ্গীত: রূপন চৌধুরী আমার সরে গেছে দিন আলোকবর্ষ দূরে রেখে গেছে থুরথুরে নীলাভ স্মৃতি নৈঃশব্দের হৃদয়-সরোবরে।। সন্ধ্যার মতো দিয়ে হামাগুড়ি কথার পদ্ম হয়ে গেছে চুরি চেয়ে আছে তারার মতো পাতাগুলি সহস্র বছরের নিষ্ঠা ভরে।। অমানিশা খেয়ে গেছে জলের জোছনা […শুনুন]

Modern

মনে পড়ে

মনে পড়ে কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: মৃন্ময়ী মৃত্তিকা সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী মনে পড়ে তোমার সাথে নিশীথ রাতে চাঁদের বাড়ি পাড়ি জমানো, অসম্ভবের গাছটি বেয়ে এক হাতে ডালটি নুয়ে মিষ্ট স্বাদের স্বপন নামানো। মনে পড়ে।। নিচে তোমার চুপটি করে দু’চোখে বিস্ময় ভরে নিষেধের হাতটি তুলে বার বার আমায় […শুনুন]