Modern

ঝরা পাতা

ঝরা পাতা কথা ও সুর: শাহীনুর ইসলাম কণ্ঠ: পার্থ প্রতিম রায় সঙ্গীত পরিচালনা: রূপন চৌধুরী ঝরা পাতা! আর কেঁদো না বুকে নিয়ে ফুলের বেদনা তোমার শুকনো অশ্রুতে লুকানো আমার গোপন বেদনা।। ঝরা পাতা! ও-ও-ও ঝরা পাতা! তোমার মর্মরেতে নিখিলের সুর ধ্বনিত যেন এক সমুদ্দুর। তোমার মর্মরেতে নিখিলের সুর ঝরা পাতা! […শুনুন]